কোলাজে পাওয়া কলেজের তুমি

এই যে কোলাজ ছবির কথা বলেন চিত্রকরেরা প্রত্যহই প্রায়
আর্টস কলেজের লেকচারে, আঁতেল বিশ্লেষণে কোলাজ কথা যে উঠে আসে
সেতো তোমার আমার অভিন্ন এক জীবন কথার অপর নাম
দু’য়ে মিলে এক হয়ে যাওয়ার আরেক নামইতো কোলাজ ছবি
তোমার রচিত কাহিনী নিয়ে আমি হয়ে যাই প্রত্যহই কবি ।

তোমার প্রিয় কাঁঠাল কোয়া, আমার জিভের পূর্ণ আস্বাদ
ভাঁপা পিঠার ভাঁপের পিঠে উষ্ণ নলেন গুড়
আর কিছু নাই-ই বা হলো চালের রুটি , হাঁসের মাংস
এ সবইতো হতে পারে কোলাজ চিত্রের উপাদান
আর কিছু নাই-ই বা হলো, আছে দ্বৈত কন্ঠে একক গান।

তোমার অল্পকথার গল্প কথায় স্মৃতিরা আমার হৃদয় তীরে ভিড়ে
সঞ্চয়ী হিসেবে বেড়ে চলে সুদের সংগ্রহ ,কাঁচামাল হয়ে কবিতার
সমৃদ্ধ করে মনন আমার , চেতনারা বিকশিত হয় কণক চাঁপা হয়ে
সুবাস ছড়ায় খুঁজে পাই যখন পুকুর পাড়ে তোমার ভিন্ন সত্বাটুকু
দেখি স্নেহের চোখে তখন ঠিক যেন তুমি বেণী দোলানো কিশোরি খুকু।

ছোপ ছোপ রঙে , কখনও সাদা কালোয় জীবনের কোলাজ এঁকে যাও তুমি
তারই মাঝে খুঁজি তোমাকে যতটা, ততটাই পাই তোমার-আমার অভিন্ন ভূমি

৪ঠা ডিসেম্বর, ২০১৯
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *