মনে পড়ে তোমার অরণি
সেই যে যখন তোমার কৈশোর
আর অরিন্দম সবে মাত্র যুবক হবো হবো করছে
তেমনি এক অলস দুপুরে কলস কাঁখে যাচ্ছিলে বুঝি পুকুর পারে
দেখা হলো দুজনের ঠিক জাম গাছটির তলায়
অরিন্দমের আ্নন্দ তখন অরণিকে অকস্মাত দেখায়
অরণি তখন শশব্যস্ত , পাকা জাম কুড়োনোর কৈশোরিক আনন্দে
আর অরিন্দম একান্তে পাবার স্বপ্নে তখন অরণিকে দেখে অন্য এক ছন্দে।
তারপর কয়েক মিনিট বিরতির পরই অরণির ঠোঁট জাম রঙে রাঙা
জামের স্বাদ নেবার ওজুহাতে, অরিন্দম ঠোঁটে দিলো গভীর এক চুম্বন
মূহুর্তেই ছুটে পালালো অরণি, , লুকোলো ঐ জাম গাছের আড়ালে
অতঃপর লুকোচুরি , ছুটোছুটি , লুটোপুটি ,প্রেমে আঙিনায় বহুদিন ।
ঝুম বিষ্টির মিষ্টি জলে অরণি তখন সারাদিনের সুখ স্নানে মত্ত
অরিন্দমের স্বপ্ন তখন আকাশচারি পাখির মতো মেঘে ভেজায় ডানা।
অরণি এক অনামিক আনন্দে পুকুরঘাটে বসে শোনে স্বপ্নিল সেই বাঁশি
রাধা- হৃদয়ের প্রতীক্ষায় কাটে দিনগুলো তার, কৃষ্ণ তখন অরিন্দম।
এমনি করেই অরণি-অরিন্দমের প্রেমের যাত্রার সূচনা
কখনও কেবল গদ্য কাহিনী, কখনও কাব্য রচনা।
৩রা ডিসেম্বর, ২০১৯
Copyright@anisahmed.