আমরা দু’জনা

আমরা দু’জনা খুলেছি সব জানালা
উন্মুক্ত করেছি হৃদয়ের সব দ্বার
আবেগের সমুদ্র তট থেকে ভেসেছি দূর সমুদ্রে
ফেলেছি কাছি , এসে কাছাকাছি , বার বার।

বাতাসের তরঙ্গে দুলেছি অনামিক আনন্দে
আমরা ঝড়ের রাতের দুঃসাহসী যাত্রী
আমরা পেয়েছি অভিন্ন এক চিলতে উঠোন
বৈচিত্রের বিস্ময়কর বাসর রাত্রি।

অতিক্রম করেছি অনতিক্রম্য যত সব প্রাচীর
সরিয়েছি একে একে পথের পাথর
রুপোলি রেকাবিতে উভয়ই রেখেছি হৃদয়
ক্ষণিক বিরহেও উভয়ই কাতর।

পেয়েছি ভেতরে -বাইরে স্বর্গের সন্ধান
পেয়েছি অন্তরতম, পেয়েছি সংসার
কাছে কিংবা দূরে যেখানেই থাকি না কেন
আনন্দ-বেদনায় পরস্পর একাকার

কথায়-কবিতায় , হাসি-কান্নায় নিরন্তর এ ভালোবাসা
যেমন ছিল সেদিনের বিকেল , তেমনি এ দিনের প্রত্যাশা
শোয়েবের আনন্দ সপ্তাহের নয় , প্রতিদিন তারই শুধু ছুটি
ছুটির অন্তহীন ভরসা , শীত-গ্রীষ্ম বরষায় তারা পরস্পরের খুঁটি।

৩০শে নভেম্বর ২০১৯
Copyright@anisahmed.

• ছুটি ও শোয়েবের বিয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে লেখা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *