সেদিন শুনছিলাম বেশ মজার এক বিতর্ক
মৃত্যুর প্রতিপক্ষে দাঁড়িয়ে জীবন বলে গেল তার অধিকারের কথাগুলো
তার সীমাহীন সত্বার কথা, তার অর্জন আর বিসর্জনের কাহিনী
তার ভূমিষ্ঠ হবার প্রথম কান্নার কথা
মায়ের কোলের ঊম মাখানো ঊষ্ণতার কথা ।
এবং সাপ-লুডু খেলায় তার বিজয়ী হাসির কথা
স্লেটে চক-খড়ি দিয়ে তার প্রথম বর্ণমালা লেখার কথা
তার আধো আধো শব্দে ছড়াছড়ি কতশত কথকতা।
মুচকি হেসেই মৃত্যু বলে ,বলে যাও শত শত কথা
সব শেষে বিজয় আমারই নিশ্চিত জেনে রেখো
তখন তো চুপ করেই স’য়ে যাবে তুমি; অন্যেরা কাঁদবে
আমি বিজয়ীর বেশে হেসে যাবো, যেমন যাই অনাদিকাল হতে
জীবনের কাঁধে চড়ে যাবে ,জীবনেরই সীমানা ছাড়িয়ে।
যতই তর্ক করে যাও জীবনের পক্ষে তুমি বার বার
যতই গেয়ে যাও সময়ে-অসময়ে জীবনের জয়গান
রবি-ঠাকুরও তো বলেছিলেন,“ মরণরে তুহুঁ মম শ্যাম সমান”।
ততক্ষণে জীবন দাঁড়ালো মঞ্চে এসে আবার তার কথার ঝুলি নিয়ে
মৃত্যুকে বলে কেন ইংরেজ কবি জন ডান বলেননি বুঝি
“Death , Thou shalt die”,মৃত্যু তুমিই মরে যাবে
বিতর্ক মঞ্চে দাঁড়িয়ে জীবন বলে যায় তার তারুণ্যের কথা
বলে আ্নন্দের দোলায় যৌবনের যত প্রেম গাঁথার কথকতা
মিলনের সুখ আর বিরহ ব্যথার সমন্বয়ে অদ্ভূত এক অনুভূতির কাহিনী
জীবন পড়ে যায় , তার সংগ্রামী ইতিহাস,যুদ্ধজয়ের গাঁথা
আর নিজেকে বহন করে নেয়ার উত্থান পতনের অনেক কথা।
উত্তেজিত হয়ে মৃত্যু বলে , জীবন হে , তোমার জমিটুকু বড্ড সীমিত
বছরের পরিমাপে মেপে দেখো দেখি , জানবে তুমি অত্যন্ত পরিমিত ।
উচ্ছাসিত জীবন অবাক করা কন্ঠে বলে যে জমি তোমার বলে জানো
হে মৃত্যু , সে তো তোমার নয় সবটাই আমার , তুমি দেখো কেবল স্থান বদল।
জীবন-মরণের সীমানা নিয়ে চলছে লড়াই সে কোন অনাদিকাল থেকে
হায় মৃত্যু সেতো জানেনা আত্মার জীবন অনন্ত বরাবর , জীবন তাকে রেখেছে ঢেকে।
Copyright@anisahmed
২০শে নভেম্বর ২০১৯ , ম্যারিল্যান্ড