কবিতায় আজকাল পেয়ে যাই সহজে সাবলীল অন্তমিল
জীবনে যদিও আসে না তো অকস্মাৎ তেমন অন্তরমিল
কবিতার শব্দরা সব পেলব হয়ে পাখা মেলে কল্পনার আকাশে
জীবনের শব্দরা সব মুখ থুবড়ে পড়ে যায় প্রচণ্ড ঝড়ো বাতাসে
কবিতার অক্ষরেরা তুলিতে আঁকা ছবির মতই কল্পলোকের চাবি
জীবনের অক্ষরেরা প্রতিদিন জানি হিশেবের খেরো খাতায় খায় খাবি।
কবিতার অনুভূতিরা ভাসমান মেঘ নীলাভ আ্কাশের হৃদয় জুড়ে
জীবনের অনুভূতিরা জীবনকেই খায় ক্রমশই কুড়ে কুড়ে।
জীবন যখন সহজে দেয় না মলম মাখানো মোলায়েম কোন আশ্রয়
কবিতার শীতল ছায়ায় প্রত্যহই পেয়ে যাই নিশ্চিত এক নির্মল প্রশ্রয়।
জীবন যখন জর্জরিত , জরায়ু থেকেই জুবুথুবু হয়ে জন্ম নেয় প্রতিদিন
কবিতায় বংশীবাদক মন তখন দিবারাত্রি বাজায় বিরহ মিলনের মধুর বীণ।
জীবন যখন ঝড়ের আভাসে দেখায় রোজ রোজ অজানা এক সংকটের ভয়
কবিতা তখন শঙ্কাবিহীন এক নির্মল আকাশে ভাসে, প্রতিজ্ঞায় নিত্যই দূর্জয়।
আদিকাল হতেই জীবনে – কবিতায় চলছে লড়াই , নিরন্তর এক দ্বন্দ্ব
জীবন যেখানে ছন্দবিহীন , কবিতা সেখানেই অনন্তকালের অনাবিল এক ছন্দ।
১০ই নভেম্বর ২০১৯
Copyright@ Anis Ahmed