সন্ধান সন্ধ্যায়ও

অনন্তকাল ধরেই কী অরিন্দম খুঁজছে অরনি, তোমাকেই কেবল

তোমারই পদ্মহৃদয় সন্ধানে কি তার কাদাজলে ডুবে থাকা?

পেখম মেলা মন-ময়ুরি তোমার অকষ্মাৎ কেন থমকে দাঁড়ালো

অরিন্দম এই নো উইমেন্স ল্যান্ডেই কি পড়ে থাকবে চিরটা কাল?

মেঘবরণ চুলের আড়ালেই কি ঢেকে রাখবে অভিমানী মন তোমার

আর অনাকাঙ্খিত অবহেলায় থেকে যাবে কী চৌকাঠের বাইরে সে !

অরনি, তোমারই অনুচ্চারিত আহ্বানেইতো সেদিন অরিন্দম

তরণী ভিড়িয়েছিল ঐ তৃষ্ণার্ত হৃদয়ের একেবারে কাছাকাছি

এখনতো কেবল মেঘবরণ চুলে লুকিয়ে থাকে ইচ্ছেরা তোমার

যার ঘ্রাণে, আরেক অঘ্রাণে কাছে ছুটে গেছে অরিন্দম বার বার।

নিপুণ হাতেই বেছে বেছে বাসনার উকুনকে মারো প্রত্যহই

সন্নাসিনীর আদলেই বিন্যাস করো আজকাল জীবনের কাঠামো।

কাঠঠোকরা মন আমার বাকবাকুম করে যায় কেবল বাকলের বাইরে

সুরের রেশ পায় না নাগাল সহজে তোমার তবু আপন মনে গাইরে।

২৬শে মে ,২০১৬, মেরিল্যান্ড ।

Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *