মরুভূমি মন মরীচিকা দেখেই সহজেই মজে যায় বার বার
বোঝে না আদৌ খর-তাপের খরায় জল-স্বপ্ন বৃথাই দেখা তার
জল ভেবে সে সজল নয়নে যতই এগোয় সাবধানে পা ফেলে
ততই বাস্তবের জলধি, স্বপ্নে এসে কেবলই সাপ লুডু খেলে।
সিঁড়ি বেয়ে সে আকাশ ছোঁবে বলে উঠে যায় স্বর্গের কাছাকাছি
মূহুর্তেই যেন বিরহের বিষে স্বর্প রাজ বলে আমি আছি, আমি আছি।
তারপর ধীরে ধীরে ভেঙ্গে যায় আমার আকাশ ছোঁয়ার স্বপ্নরা সব
সোচ্চার শব্দরা সব পালিয়ে বেড়ায় , মুহুর্তেই হৃদয় হয়ে যায় নীরব ।
ছড়ানো ছিটানো খুচরো পয়সার মতো শব্দদের করি অগত্যা সংগ্রহ
বলে তারা মিলন প্রত্যাশী মনের কথা অথবা অবশেষে বেদনাসিক্ত বিরহ।
ভেবেছিলাম বালির পাহাড় ভেঙ্গে তুমি হবে ভালবাসার উষ্ণ ঢেউ
স্পর্শ করবে আমার সমুদ্রগামি দেহ , দেখবে না আর অন্য কেউ।
আমি শুধু হাঁটি শুকনো খরার মাঠে , তুমি ঝরাও দু এক ফোঁটা বৃষ্টি
তৃষ্ণার্ত থাকি সারাক্ষণ আমি , বিরহের আগুনে পুড়ে কবিতা হয় সৃষ্টি।
ম্যারিলান্ড , ২৭ শে অক্টোবর , ২০১৯
Copyright@ anis ahmed