মেঘলা দুপুর মানে অরণি- অরিন্দমের ভাবনা এলোমেলো
আর ভাবনা মানেই সম্পর্কের সুত্র ও সংজ্ঞা নির্ণয়।
উভয়ই তারা দ্বৈত অনুভূতিতে ভালোবাসার সুত্রে বাঁধা
না, না সেতো কেবল কথার কথা , ভালোবাসার সুত্রে মুক্তই তারা ।
আসলেই তো সম্পর্ক এক বহুমাত্রিক সত্য
এই মার্কিন মুল্লুকেও নেটওয়ার্কিং বলে একটা কথা আছে
সম্পর্ক সেখানে সেই ব্যবসার নিক্তিতে পরিব্যাপ্ত
কিংবা বড়জোর পেশার প্রেসারে প্রসারিত সর্বত্র।
অরণি-অরিন্দমের সম্পর্কের জালে জড়তা নেই কোথাও
যন্ত্রণা আছে কাছে পা্ওয়া না পা্ওয়ার নিত্যকালীন দ্বন্দ্বে
মাকড়সা মন তাদের বুনে চলে সম্পর্কের এক অভিনব সুত্র
হৃদ্যিক রসে সিক্ত হয়ে ওঠে সম্পর্কের সেই অনামিক জাল।
সান্তনা বুঝি এটুকুই প্লেটনিক প্রেমের মতো কোথা্ও নেই কোন বন্ধন
অরণি-অরিন্দমের সুক্ষ বেদনা আছে বটে , নেই সোচ্চার কোনো ক্রন্দন।
ম্যারিলান্ড , ২৪ শে অক্টোবর , ২০১৯
Copyright@ anis ahmed