সমুদ্রের ঢেউয়ে তুমি শোনো সুর
আমি শুনি শুধু ছন্দ
সুরেতে ছন্দতে খুঁজে পাই দু’জনই
অভিন্ন এক আনন্দ।
বনেতে তুমি খোঁজো গাঢ় থেকে গাঢ়তর সবুজ
নিদেন পক্ষে একগুচ্ছ বনফুল
আমি হেঁটে যাই দূর্গম পথের পথিক
সাক্ষাতে তোমার ঘুঁচে যায় ভুল।
পাহাড়ে তুমি পৌঁছা্ও মেঘমুক্ত আকাশের কাছাকাছি
এক গুচ্ছ রোদ্দুরে হ্ও উন্মন
আমি কেবল দেখি আকাশ-পাহাড়ের প্রাত্যহিক মিলন
প্রেমের অনুভবে গভীর চুম্বন ।
নদীতে তুমি আনমনা থাকো, স্নিগ্ধ জলের পরশে
নৌকোর গলুইয়ে বসা নিমগ্ন এক যাত্রী
মাঝি-মন আমার বেয়ে যায় তোমার তীব্র তরী খানি
ভোরের আলো বেয়ে বেয়ে আসে অকস্মাৎ রাত্রি।
ঠিক মোমের মতোই শব্দরা তোমার গলে পড়ে বার বার আসো যখন কাছে
তখনও থাকি উচ্চবাক, শব্দের ফুলঝুরিতে ভরাই ঝুড়ি যদি চলে যা্ও পাছে।
ম্যারিলান্ড , ২২ শে অক্টোবর , ২০১৯
Copyright@ anis ahmed