আমি যেন আজ হেমন্তের হলদে পাতা
কেবলই দর্শনের জন্য সুখকর হয়ে যাই
প্রায় বার্ধক্যের ঐ বারান্দায় যখন দাঁড়াই
তখন সকলেই মেলে ধরে মায়ার ছাতা।
জানে তারা, জানি আমিও পাতারাতো ঝরে যাবে
ঝরে যাবো আমিও অকস্মাৎ টুপ করে
দেখবে সবাই অসহায় হয়ে চুপ করে
মাটির এই দেহ মিশবে মাটির সাথে, পোকারা খুবলে খাবে।
হেমন্তের পাতাগুলো কুড়োবে পাতা কুড়ুনির দল
আমি তো পড়ে থাকবো কোন অন্ধকারে
জানি অশ্রুজলে আঘাত হানবে ঐ বন্ধ দ্বারে
পাতারা সব সার হয়ে ফলাবে বৃক্ষে নতুন ফল।
পাতাদের মতো আমরাও জেগে উঠবো অন্য কোন নন্দন কাননে
হয়ত এই ভাবে নয় , অন্য কোন রূপে , অন্য কোন নান্দনিক আননে।
ম্যারিলান্ড , ২১ শে অক্টোবর , ২০১৯
Copyright@ anis ahmed