শীত দুপুরের উষ্ণতা

আবহাওয়ার পূর্বাভাস ছিল এ রকমই
যে ঝড়ো হা্ওয়ার হিমেল পরশে ভাবনাগুলো জমে যাবে হয়ত
তাই গরম কাপড়-পরা কৃত্রিম উষ্ণতা ছিল সকলেরেই কাম্য
আইসক্রিমের ব্যবসাপাতি গুটিয়ে যাচ্ছে ক্রমশই
এখনতো কফি কাপে নকল উষ্ণতা পাবার চেষ্টা চলবে রোজ রোজ
কবে কখন তাপমাত্রা বাড়ে কয় ডিগ্রি , উদায়স্ত তারই পড়বে খোঁজ ।

তবে পুর্বাভাস ছিল যে আবহা্ওয়ার সেতো মিথ্যে হয়ে গেল মূহুর্তেই
উষ্ণতার পরিপূর্ণ আমেজ নিয়ে এলে তুমি ঠিক মধ্যাহ্ন বেলায় ।
না, না তোমার হাতে ছিল না কোন সূর্য , এমন কোন প্রদীপও
যার আলো এবং উত্তাপে শীতের কাঁপন থামানো যেতো
কিংবা আবহা্ওয়া বদলানোর এমন কোন জুয়েলী জাদুও তুমি করনি রপ্ত
যে জমে যা্ওয়া বরফেরা সব গলে যাবে আর উষ্ণতায় হবে হৃদয় তপ্ত।

আসলে কী জানো, জুয়েলে নয় , ফসিল-ফুয়েলেও নয়
তোমার ফুলেল উপস্থিতিই হৃৎ-বাগানে ফোটালো অজস্র ফুল
বিগলিত মোমের মতো সেই শব্দপুঞ্জ বেয়ে পড়লো হৃদয়ের গহীন কুটিরে
কুঞ্জ-ছায়ায় পুঞ্জিভূত প্রেম ভীরু পায়ে এলো পটোম্যাক পারে
জলবায়ুর এই পরিবর্তন বড়ই কাঙ্খিত ছিল আজ আমার কাছে
পরিবেশবাদীরা যাই-ই বলুন আমার পরিবেশ ঋণে বাঁধা তোমারই কাছে।

আবহাওয়া বদলাতে পারে কখনও কখনও তোমার পাখি-মনের কলরব
নইলে ঐ কাঙ্খিত উষ্ণতা বিহীন দিনের যন্ত্রণায় থেকে যেতাম নীরব।

ম্যারিলান্ড , ১৭ ই অক্টোবর , ২০১৯
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *