স্বপ্নের দৈর্ঘ যতটাই খাটো হোক
কিংবা যদি কোন তূখোড় দর্জি ছেঁটে দেয় স্বপ্নকে
জেনো নিমজ্জিত থাকি আমি স্বপ্নেই বরাবর।
কারণ তুমি আমার স্বপ্নকে করো এতটাই সুগভীর
যে এর দৈর্ঘ-প্রস্থ নিয়ে আমি আদৌ চিন্তিত নই।
চিন্তিত নই বাস্তবের সঙ্গে এর সংযোগ নিয়ে ।
তাই আমার স্বপ্নে স্ট্যাচু অফ লিবার্টি
কিংবা ওয়াশিংটন মেমোরিয়াল চত্বর
অকস্মাৎ হয়ে যায় মুক্তিযুদ্ধেরই কোন স্মৃতিস্তম্ভ
পটোম্যাক প্রবাহে খুঁজি আমি পদ্মার ইলিশের ইতস্ততঃ উপস্থিতি
শরতের কাশবনকে পেয়ে যাই আমি ভূট্টা ক্ষেতের ভীড়ে
আর আপেলের মাঝে খুঁজি আজকাল আমের আহ্লাদি আশ্বাস ।
আমেরিকান ফুটবলের মধ্যে আমি এখনও খুঁজি হা-ডু-ডু খেলা
কেটে যেতো একদা আমার বিকেল গড়িয়ে পুরোটা সন্ধ্যা বেলা
তুষারে ঢাকা শীত সকালে আমার স্বপ্নে থাকে খেজুরের রস
পিঠার উষ্ণতায় গলে যায় , বাগানে জমে ওঠা বরফেরা সব
ভাঁপা পিঠার সাথে পাটালি গুড়ের সঙ্গমের সাধ লাগে জিভে
অতলান্তিক সাগরের ঢেউয়ে পরশ পাই বঙ্গোপাসাগরের জলের।
জানি, আমি এমনই এক স্বপ্নের সাগরে অহরহই চাই হারাতেই
যেখানে স্বপ্ন থেকে বেরিয়ে পাবো, বাংলাদেশ মাত্রই হাত বাড়াতেই
ম্যারিলান্ড , ১৪ ই অক্টোবর , ২০১৯
Copyright@ anis ahmed