এসো অসুর করি বধ

সেদিন এক সিঁদূরে সন্ধ্যায় কাব্য কথায়
বড় বেদনার সাথে তুমি ঠিকই বলেছিলে
মহিষাসূরেরা ফিরে আসে বার বার ।
জানি, মহালয়ায় মহিষাসুরমর্দিনীর স্ত্রোত্র পাঠে
উৎসবের শুরু বটে ,শান্তি ও সংগীতের আরাধনায়
দেবী হন বিসর্জিত পবিত্র জলে যতবার
ততবারই অসুরেরা মাথা তুলে দাঁড়ায় সময়-অসময়ে।
রক্তক্ষরণে ভরে যায় হৃদয়ের সবটুকু আহত পাখির মতো।

ঐ যে আবরার প্রকৌশলে ছিল সিদ্ধহস্ত যতটা
ততটা ছিল না কূট -কৌশলে কস্মিনকালেও
বৈরীরা যখন বন্ধু হয়ে প্রেম নয়, প্রহারে করলো জীবন হরণ
তার আগে বোঝেনি সে , বোঝেনা কেউই জানি
সুরকে সরিয়ে দিয়ে অসুরদের সাম্রাজ্য ক্রমে ক্রমে
কেমন করে জানি কর্কট রোগের মতোই বিস্তৃত হয় সহজেই ।
তার পর কুড়ে কুড়ে খায় স্বরলিপির পাতাগুলো সব
সুরেরা নিহত হয় অসুরদের হাতে, ঠিক আবরারদের মতোই।

আর কতকাল বিশ্বজিতেরা , ক্ষণে ক্ষণে জিতেও হেরে যাবে বলো
আবরারেরা বার বার কী আঁধারে হারাবে, পাবে না কি কোন আলো।
প্রতিবাদের ঝড় উঠবে যদি , উঠুক না তবে আকাশে বাতাসে আজ
খসে যাক দেহ থেকে এখুনি মহিষাসূরেদের সকল নকল সাজ ।
তোমার কাব্য কথা মিথ্যে হোক , অসুরেরা হোক নিশ্চিত নিশ্চিহ্ন
এসো না আজ আবার সবাই মিলে গড়ি বিশাল বিশ্ব এক ভিন্ন।

ম্যারিলান্ড , ৯ই অক্টোবর , ২০১৯
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *