বিশ্বময় বিষন্নতার মাঝে খুঁজি শান্তি, সে কী বহুদূর !
যেখানে শোনা যাবে সেই পরিচিতি সঙ্গীতের সুর
যার সঙ্গতে সরব হবে গণিতের সমানুপাত
রবিশঙ্করের সেতারে কাটবে দুঃস্বপ্নের দীর্ঘরাত।
সুরের সঙ্গে মহিষাসুরের এই নিত্যকালের দ্বন্দ্বে
বিজয়ার বাণী বাজে আজ শোনো নির্মল এক আনন্দে
সুরের বিজয় হয় সুনিশ্চিত ,অসুরেরা সব কুপোকাত
ভক্তিতে যখন অনুগত মন ,শক্তিরা হয় মাৎ।
শক্তির প্রতি আসক্তি নিয়ে মদমত্ত ছিল যে অসুর
ভক্তির কাছে আনত হয়ে সরে যায় সে বহুদূর
সিঁদূর পরা শারদ- আকাশ আজ মুক্তির গান গায়
দানব-দিনের বন্দনা শেষে , মানব মনের সন্ধান পায় ।
তোমার ধর্ম আমার ধর্ম , বাইরে কেবলই বিশাল দ্বন্দ্ব
ভক্তির ভজনে ভেজানো থাকে অভিন্ন অনামিক ছন্দ
ম্যারিলান্ড , ৬ই অক্টোবর , ২০১৯
Copyright@ anis ahmed