রাখতে পারিনে আজকাল আমারই কোন কথা
নইলে সেদিন মিললো না কেন কাঙ্খিত কাব্যগাঁথা
তুমি শুধু পড়ে গেলে তোমার যত ছিল শব্দমালা
মহাসড়কের এ পারে আমার ততই যন্ত্রণা- জ্বালা।
শব্দগুলো সব কাব্য-কথা করে ফোটালে তোমার বাগানে
গদ্যগাঁথার কাঁটার আঘাতে বিক্ষত হই আমি এখানে ।
ভক্তভরা কক্ষে তুমি নিমজ্জিত কত করতালিতে
শক্ত মাটিতে হেঁটে যাই আমি, কখনো তপ্ত বালিতে।
স্বদেশ সন্ধানে তোমার আকুলতা পাই প্রতিটি শব্দ-প্রক্ষেপণে
অনুভবের এই আঙ্গিনায় মিল তোমাতে-আমাতে সংগোপনে
কষ্টরা অকষ্মাৎ বাস্প হয়ে মেলায় চিরচেনা সেই আকাশে
শ্রুতিতে শ্রুতিতে অনুভূতিতে তোমাকেই পাই আশপাশে।
মাইলের মাপের দূরত্ব তখন দূর হয়ে যায়, হৃদ্যিক পরিমাপে
খুঁজে পাই স্বাদেশিক স্বাদ, আবেগে উল্লাসে হৃদয় কাঁপে
ম্যারিলান্ড , ২রা অক্টোবর , ২০১৯
Copyright@ anis ahmed