আচ্ছা ধরো , আমি যদি প্রকৃতিই হতাম
মেঘ না হ’তেই বৃষ্টি পাওয়া হৃদয় তোমার
মেঘনার তীরে, খুঁজে পেতো কী আমায় ।
ঋতুবতী হবার সেই প্রথম সকালে
বুঝতে কী তুমি ঋতুর সাথে হৃদ্যিক প্রাত্যহিক প্রণয় ।
বর্ষার জলে ভেজা শ্যামলা শরীরে তোমার
সদ্য তোলা শাপলা নিয়ে বাড়ি ফেরার আনন্দে
পেতে নিশ্চয়ই প্রকৃতি নামের এই আমার খোঁজ।
শরতের শিশিরে ভেজা তোমার ও দুটি পা
কী পেতো না আমার গোপন স্পর্শ
হেমন্তের হাল্কা হিমেল হা্ওয়ায় নবান্নে কী পেতে না তুমি
জীবনের সবটুকু জুড়ে অন্যরকম স্বাদ
শীতের পিঠে যখন কোমল হতো তোমার জিভের আগায়
তখন কি তোমার পুরু ঠোঁটে পেতে না আমার চুম্বন-স্বাদ।
শীত বসন্তের পালাবদলে সবটুকু সময় জুড়ে
জৈষ্ঠের পাকা কাঁঠালের ঘ্রাণেওতো থেকে যাই আমি ।
শাস্ত্রে বলে প্রকৃতি নাকি নারী, কী দোষ তার পুরুষ যদি সে হয়
তবে তাই হোক না হয় আজ, হৃদয় তোমার নির্বিঘ্নে করতে জয়।
ম্যারিলান্ড, ৩০শে সেপ্টেম্বর ২০১৯
Copyright@ anis ahmed