সময়-অসময়ে দুঃসময়

দুঃসময়গুলোই বুঝি সহজলভ্য হয়ে যায়

প্রাত্যহিক জীবনে আজকাল

আকস্মিক আক্রমণে হতবুদ্ধি বাংলাদেশ

হতাহতের হিসেব কষতেই ব্যতিব্যস্ত থাকে প্রায়শই।

জীবিত জনেরা নগন্য হয়ে পড়েন ইদানিং

জনতার জনপ্রিয় ভূমিকায় নিত্যই অভিনয় করে যান তাবৎ নেতারা।

তেমন স্বদেশ তো দেখেননি দুঃস্বপ্নেও পিতা, পিতামহ আমার

যেখানে মনুষত্ব হয়ে পড়ে বড়জোর কৃষ্ণপক্ষের চাঁদ

পুরোনো বটের ছায়ায় ঘুরে বেড়ায় লৌকিক ভূতেরা কিম্ভূত কদর্যতায়

পেছনে যাদের পা ;সামনে ছুটে যেতে চাই যত দ্রত

 ততই অমাবস্যার অন্ধকারে অন্ধ করে দৃষ্টি আমার।

কাঙ্খিত বৃষ্টিরা বেঁকে যায় অনাকাঙ্খিত ঝড়ো বাতাসের দাপাদাপিতে।

কৈশোরিক ভালোবাসায় কমলের মতো ফুটেছিলো কোমল যে স্বদেশ আমার

তার সবুজাভ আভরণে পেয়েছিলাম যা ছিল আশৈশব অপ্রাপ্ত

নিঃশ্বাস নেওয়ার এমন যে নান্দনিক আনন্দে ছিলাম বঞ্চিত এক খন্ড জমিতে

সেখানেই বহু দীর্ঘশ্বাসের বিনিময়ে অবশেষে পেলাম এক চিলতে উঠোন।

এখনও তো চিল নিয়ে যেতে চায় পোষা পাখিটি আমার

খাঁচামুক্ত করতেই যাকে পেরিয়ে এসেছি হাজার বছরের অসম ইতিহাস ।

দানব-দস্যুদের দড়ি টানাটানির এ খেলার অবসান কবে হবে , কে জানে

মানুষের মুক্তির পক্ষেই, মাঝি মন আমার আজও আবার সেই দাঁড় টানে।

২৬শে মে ,২০১৬, মেরিল্যান্ড ।

Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *