রোজ রোজ কথা দিই
কবিতার শব্দে ভরাবো তোমার কাঁখের কলস
রোজ রোজ তোমায় বলি
ঐ শব্দ সম্ভারে হারানো হৃদয় হয়ে যায় সরস।
কথা রাখি নাতো রোজ আমি
শব্দরা মাঝে মাঝে লুকোয় যেন কোন এক অন্তরালে
থাকি নৈর্ব্যক্তিক নীরবতায়
শব্দরা ধরা দেয় না অহরহ , আমার অনুভূবের জালে।
ঝিঁঝিঁ পোকারা অর্থহীন ধ্বণি তোলে
একাকীত্বের এ আঙিনা জুড়ে প্রায়শই কিংবা মাঝে মাঝে
বিনিদ্র এক নগরীর কর্ম-কোলাহলে
তুমি থাকো শশব্যস্ত , সেই সুদূর সকাল থেকে সাঁঝে।
কখনও সখনও মেঘলা হয়ে আসো
শুষ্ক এ হৃদয়ে ঝরাও বিন্দু বিন্দু কোমল শব্দের বৃষ্টি
পলিমাটির পরশ পাই অকস্মাৎ
ভিজে যায় আমার স্বত্তাটুকু , নতুন কোন কবিতা হয় সৃষ্টি।
তুমি কি তবে রাবীন্দ্রিক অনুভূতিতে
প্রাচীন কালের অজানা সেই কাব্য দেবী অথবা ভালোবাসার আফ্রোদিতি
শব্দরা তাই অকস্মাৎ খুঁজে পায় প্রাণ
প্রকাশ পায় কোন কাব্য কথায় অথবা হঠাৎ লেখা হয় কবিতায় চিঠি।
ম্যারিলান্ড, ১৬ই সেপ্টেম্বর ২০১৯
Copyright@ anisahmed