গোধূলি তুমি কি একেবারেই একা
একাকীত্বই কি নয় তোমার সঙ্গী ।
তবেতো একা নও তুমি আদৌ
কোমল আলোয় স্নান অঙ্গাঅঙ্গি।
এক আকাশ আলোতো ছড়ালে একদা
এক জীবন-দৈর্ঘে সারাটা দিন জুড়ে
কখনও লুকোলে মেঘের আড়ালে সহসা
কখনও রোদ্দুর হয়ে এলে উড়ে।
এখনও দেখি খরস্রোতা কোন নদীর বুকে
তোমারই ছবি, জলে ভেজা আয়নায়
এখনও দাঁড়াই সমুদ্রের কোন উপকুলে
পেয়ে যাই শেষ অবধি অশেষ কোন বায়নায়।
আনমনা মনে খুঁজে বেড়াই তোমাকেই জেনো
সন্ধ্যে বেলার চিলতে মেঘের আড়ালে
নিদ্রাহীন নগরের বাশিন্দা হয়ে গেলে তুমি আজ
সহজেই কী পাবো, এ হাতখানি বাড়ালে।
নিমগ্নতায় রয়ে যাবে জানি ভাবনা নদীর এ পারেই তুমি
ও-পারে আমার গোধূলি মন খুঁজবে তোমার স্বর্ণভূমি
ম্যারিলান্ড, ৫ই সেপ্টেম্বর ২০১৯
Copyright@ anis ahmed