চুয়াল্লিশ বছর তো হয়ে গেল
এখনও স্মৃতির জানালা দিয়ে প্রত্যহই দেখি
তোমার আকাশ -স্পশীঁ ব্যক্তিত্বকে
মেঘের আড়াল থেকে তোমার আঙ্গুলগুলো
আমাকে দিক দর্শন দিয়ে যায় প্রতিদিন
গাড়ির ভেতরকার বৈদ্যূতিন দিক নির্দেশকের মতো
পিতা তোমারই নির্ভুল পরিচালনায়
আজও অতিক্রম করে যাই অজানা দূর্গম পথ
সাঁতার জানিনে বটে, তবু তোমারই নৌকার যাত্রী হয়ে
পদ্মা-যমুনার উথালি-পাথিলেতেও দোল খাই অব্যক্ত আনন্দে।
কারণ সেই পথে তো নিয়েছিলে আমায় লাল-সবুজ তটে।
সে কথা আঁকা আছে আজও , ছিল যেমন একদা হৃদয়ের চিত্র পটে।
এই আগস্টেই তো তুমি দারা-পুত্র স্বজনসহ জীবন দিয়েছিলে বিসর্জন
যেন ইব্রাহিমী কোরবানী পেল নতুন এক সম্প্রসারিত সংজ্ঞা সেদিন।
তাই তোমার থাকা না থাকায় কিছু যায় আসে না আর আমার্
প্রেরণার প্রেরিত পুরুষের মতোই, আসলেই তুমি আসো বার বার ।
তুমি আছো জানি জাতীয় পতাকার মতো চিরন্তন এ হৃদয়ে
আছো জানি মুক্তিযুদ্ধের মতো প্রতিটি জয়ে-বিজয়ে
১৫ই আগস্ট ২০১৯, নায়গ্রা জলপ্রপাত, কানাডা
Copyright@Anis Ahmed