প্রায়শই তুমি বয়ে যাও নিস্তরঙ্গ এক নদী
শব্দরা মিলিয়ে যায় নৈঃশব্দের গহীন গভীরে
রূপোলী মাছ হয়ে আসে মাঝে মাঝে দৃষ্টিগোচরে
অধিকাংশ সময়ে হারায় তারা তোমারই বক্ষের অক্ষে ।
আমি কেবল তোমার ঠোঁটের অস্ফুট নড়ে ওঠায়
বুঝে যাই শব্দদের এই লুকোচুরি খেলা ।
বল যত কথা না-বলা কথা থাকে তার চেয়ে ঢের বেশি
রূপোলী ইলিশরা শব্দ হয়ে দেয় না ধরা হৃদ্যিক পাত্রে।
সাঁতার জানিনে বলে দাঁড়িয়ে থাকি নদীর কুলে
কান পাতি তার কলরবের শব্দ শোনার আশায়
লাজুক নদীর আঁকা বাঁকা শরীর দেখি শুধু
শব্দরা সহসা আসে না তীর ঘেঁষে,ভাসে শব্দহীন আনন্দ।
কবিতার কাঁচা মাল দিয়ে যায়, মাঝে মাঝে উঠোনে আমার ।
শব্দরা তখন তোমার চোখের পলকে করে ভিড় ।
শব্দ সন্ধানী এ মন আমার লুকিয়ে মাপে তোমার চোখের গভীরতা
ভালোবাসার ভাষারা তখন ভাসে ঐ নয়ন জুড়ে।
কখনও কখনও ওই ঠোঁট বেয়ে যখন কথারা ফোটে খইয়ের মতো
কৈশোর-কাহিনীতে নিমজ্জিত তখন তুমি , আমি তখন তোমারই ব্রত।
ম্যারিলান্ড, ৭ই আগস্ট ২০১৯
Copyright@ anis ahmed