[২২শে শ্রাবণের শ্রদ্ধাঞ্জলী]
আজও তোমার সুরে সুর মেলাতে চাই
বেসুরো গলায় হয়ত তোমারই গান গাই
জানি অসুরদের উপলব্ধ অমানুষী সত্য
ইতিহাসের ভ্রান্ত ব্যাখ্যায়, ভ্রান্ত সব তথ্য
মূহুর্তেই মেলাবে জানি বায়বীয় এক ফুৎকারে
তোমার নীরব শক্তি সত্য হবে যা বলুক যে যারে।
আজও তোমার শব্দ খোঁজে আমার শব্দরা সব
তোমার এ নিশ্চুপ নীরবতায় আমরা শুধু সরব
তোমারই দেওয়া শব্দ সম্ভারে সাজাই আমার কবিতা
মানে অভিমানে জেগে ওঠে যা সেতো চির নতুন ছবিটা ।
তোমার শব্দরা সব নিত্যই জাগে আমার স্বাজাত্য সংগীতে
এখনও নিজেকে সন্ধান করি তোমারই অমর ভঙ্গিতে।
বাইশে শ্রাবণের সজল চোখেও, অমর থেকো তুমি রবি
চির শ্রদ্ধার প্রণাম জানায় সকলেই আজ কবি ও অকবি।
ম্যারিলান্ড, ৫ই আগস্ট ২০১৯
Copyright@ anis ahmed