আজগুবি গুজবে আহত স্বদেশ

কী এক আশ্চর্য ব্যাধিতে বিদ্ধ এ সমাজ
এর অসহায় শরীরে সর্বত্রই ক্ষত আজ
ডেঙ্গুর সঙ্গে সখ্য সকল ঘাতকের জানি
মরণ যদি না আসে মশার কামড়ে
ক্ষতি কী তাতে, কল্যাণ-কামি তরুণরাতো আছে
হৃদয়ে তাদের বিপুল ভালোবাসা
হাতেও আছে রামদা, কিরিচ কিংবা লাঠি
ছেলে-ধরার বিরল তকমা দিয়ে ধরবে
জানি তোমাকে যে কোন মূহুর্তে তারা
বিনা পাসপোর্টে নিয়ে যাবে পরপারে
সেখানে স্বর্গের নিষিদ্ধ সব ফল সিদ্ধ হবে নিমেষেই।
মর্ত্যের মানুষেরা সব অমর্ত্যে নেবে অমৃতের সাধ।

সেতুর ভিতে বালক হত্যার গল্প ফেঁদে ভীত করছে যারা
তাদেরই ফাঁদে পড়ে কোন কোন মহল্লায় ওঠে হল্লা রব।
শিস দিয়ে বেড়ানো সেদিনের সেই বাউন্ডুলে যুবকেরা
মানব প্রেমে মশগুল হয়ে সহসা হয়ে ওঠে দানব আজ ।
গুজবের রাজ্যে একী নৈরাজ্য বলো দেখি
সত্যরা পালায় আড়ালে আবডালে
মিথ্যের দাবানলে জ্বলে স্বদেশ আমার।
না, জেগে ওঠো এবার বিবেকেরা ভাই

খসে যাক মুখোশের মিথ্যেরা সব
সত্যের জয় গেয়ে এসো হই সরব।

ম্যারিলান্ড, ২রা আগস্ট ২০১৯
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *