এক চিলতে ভালোবাসা
সবটুকু আকাশকে আচ্ছন্ন করেছে আমার
এক মুঠো শ্রদ্ধা তোমার
উঠোনকে করেছে আজ আরও ঋদ্ধ ও সমৃদ্ধ
এক টুকরো সংশয়ে তোমার
সংকল্প আমার স্বপ্নকে ছাড়িয়েছে দুঃসাহসী নাবিক যেন
এক খন্ড অনুভব তোমার
পুষ্পিত করেছে ভাবনার শূন্য বাগানকে আজ
এক মূহুর্তের দ্বিধা তোমার
দৃঢ় করেছে আমার অনুভূতির আঙ্গিনাকে আরও।
এক অস্ফুট শব্দ তোমার
প্রস্ফুটিত হয় পূর্ণ এক যুবতী কবিতা হয়ে আমার
এক সরগমের সুর তোমার
সঙ্গীতের লহরীতে , লহর তুলেছে ভাসমান এ মনে।
এক, এক করে আরো কত কী আছে জানিনে তোমার হৃদ্যিক ঐ চোখে
যে মেঘলা আকাশে ঢাকা মেঘনা এ মন আমার ভরেছে পূর্ণ আলোকে।
ম্যারিলান্ড, ২৮শে জুলাই ২০১৯
Copyright@ anis ahmed