কোলাহলের হলাহলে বিষাক্ত বিশ্ব যখন
তখনই অকষ্মাৎ তোমার চোখের গভীরতায়
দেখি কবিতার কথাকলি
অলিন্দের অহেতুক ভিড় ঠেলে, নিয়ে গেলে
সেই এক হৃদ্যিক অনুভবের অজানা আঙ্গিনায়
যেখানে দু’জনের বলাবলি।
পরিকল্পনাহীন কল্পনা নিয়েই গল্প হলো কিছুক্ষণ
চোখে তোমার প্রজ্জ্বলিত প্রদীপে জ্বল জ্বলে আলো
মুঠো মুঠো মুগ্ধতা নিয়ে এ মুখে কথার খই
নীরব নিস্তব্ধতায় তুমি হয়ে গেলে এক একনিষ্ঠ শ্রোতা
কবিতার অলিতে গলিতে ঘুরলাম দুজনই মনে রেখে মন
অতঃপর সই করা গোটা কয়েক বই ।
আমার ভাবনায় তখন জ্বলজ্যান্ত এক কবিতা তুমি
যার বাঁকে বাঁকে উৎকৃষ্ট উপমার উষ্ণতার ঢেউ
অন্তরের অক্ষরে গাঁথা শব্দের মালা
শ্যামলা বরণ কিশোরী তুমি দাঁড়ালে এসে কাব্যনদীর কুলে
আমি খুঁজে নিলাম আমার কবিতার উৎস ভূমি
মূহুর্তেই মিটে গেল খরতাপের জ্বালা।
বলোনি মুখ ফুটে কবিতা লেখো তুমিও
অনুভবের আবেগে ভেজাও শুষ্ক ভূমিও।
ম্যারিলান্ড, ২১শে জুলাই ২০১৯
Copyright@ anis ahmed