মুখোশ=মুখ?

মুখ নয়,মুখোশেই সুখ হয়
না,না, এ কেবল হ্যালোউইনের কাহিনী নয়
উৎসবের উৎকোচ হিসেবে পেয়ে যায় যারা
শুধু শুধু শুভেচ্ছার শত শত ল্যাবেনচুষ
তারাই ইদানিং পেয়ে যায় বিজয়ীর ঘুষ ।

মুখোশকেই মুখ ভেবে ভেবে
ভবের উঠোনে যারা, বোনে গোলাপের কচি চারা
অবুঝ শিশুর মতোই শিশিররাও সিক্ত করে তাদের বাগান
ঠকে যায় তারা যখন দেখে অন্তরালে লুকোনো প্রকৃত সে মুখ
বিষ-বাষ্প ছড়ায় যত্রতত্র, ভক্তরা পায় না আর সীমাহীন সুখ।

তেমনই এক ঠকবাজ বিশ্বে বসবাস আমার
মানুষে দানবে প্রভেদ খোঁজা হয় না ক’ তো ভক্তুকুলের কখনই
কোট-কাছারির কুটকাচালিতে সত্যদের নিয়ে মিথ্যার বেসাতি
অনুবীক্ষণ যন্ত্রেও অনুক্ষণ ধরা পড়ে না হৃদয়ের কর্কট রোগ
দানবেরা আজকাল শুধু মানবের অর্জন করে যায় নিত্যই ভোগ।

এবার মঞ্চে এলেই খসাবো আমি, অভিনেতাদের মুখোশখানি
পড়বে তখন হাততালি এক অন্যেরকম, বন্ধ হবে অন্ধ-বাণী।

ম্যারিলান্ড, ১৫ই জুলাই ২০১৯
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *