স্বরচিত এক বৃত্তে থাকো আবদ্ধ আজকাল
খাঁচার ময়না পাখিটির মতো নিমজ্জিত থাকো
নিজেরই ডানায় মুখ গুঁজে দিবানিশি ।
ভাবনার আকাশ তখনও আচ্ছন্ন সেই গুমোট মেঘে
সহসা নামবে এক পশলা তেমন সম্ভাবনাও নেই ।
মেঘের আড়ালের আকাশ দেখার ইচ্ছে করে না তোমার?
সেই আকাশটাকে মুঠোয় করে দাঁড়াই যখন ওই ব্যালকনির পাশে
যেখানে তোমার একাকী অবসরের মূহুর্তগুলো কাটে
তখনও তো তুমি থাকো স্বেচ্ছায় আবদ্ধ মেঘেরই আবর্তে
যতই বলি অন্তরালের অনন্ত আকাশ দেখো উজ্জ্বল উৎকর্ষ নীলিমায়
ততই তুমি ক্ষিপ্ত হয়ে সংক্ষিপ্ত করো, মনের যত আলোর মিছিল
এক ফুৎকারে নেভাও প্রেমের অযুত কোটি নক্ষত্র।
বাঁশির সুরে ডাকি যতবার তোমায় বাঁশের বেড়ার এপার থেকে
সেতারের করুণ সুরে ওপারে নামে দুঃখবাদী প্ল্বাবন অহরহ
প্রবোধের নামে প্রবঞ্চনা করার ইচ্ছে নেই জেনো তুমি একেবারেই
তবু সুরের ব্যঞ্জনায় সরাতে চাই তোমার অসুরো আশঙ্কাগুলো।
ঝুড়ি ভরে দুঃখ নিয়ে বেড়াও কেন বল, কিছু দুঃখতো নিতে পারি কিনে
বিনিময়ে বাদশাহী মোহর নাই-ই পেলে, পেতে পারো সোনালী সুখ।
বালুতটে বসে কেন তবে প্রত্যহ এই সমুদ্র দেখার ভাণ করে যাও
সাগরের গভীর জলে নামো না একবার, ভাসাও না তবে মনের নাও।
২৪শে মে ,২০১৬, মেরিল্যান্ড ।
Copyright@ anis ahmed