দমকা বাতাস নয়কো এটি
আচমকাও নয়
আক্রান্ত হয় মাঝে মাঝেই কবিতা ।
ছন্দপতনে পারদর্শীরা তখন
উপড়ে ফেলেন হৃদয়ের সবটুকু উষ্ণতা ।
যেমন করে একদল উগ্রবাদি
নির্বিঘ্নেই খুন করে যায় একতার অনুভবকে
অথবা কখনও কখনও
নিপূণ দর্জিরাও অসাবধানতায় ছেঁটে ফেলেন সুন্দরকে।
কবিতাও আজকাল পড়ে গেছে ছাঁটাইয়ের তালিকায় ।
পদ্য-প্রার্থি এই মনটি গদ্যগামি বিশ্বে
মাঝে মাঝেই অসহায় হয়ে পড়ে
ছন্দের বন্ধনে যখন মেলাতে চায় অনুভবদের
তখনই দ্বন্দ্বের দা’য়ে রক্তাক্ত হয় হৃদয়খানি ।
সুরের মূর্চ্ছনায় অর্চনা করি যতবার
অসুরের সরীসৃপরা ততবার গর্ত থেকে বাড়ায় মুখ
জিহ্ববায় পোষা বিষ ছড়ায়, কর্কট সংক্রমণের মতোই
কবিতার পৌরুষকে করতে চায় মূহুর্তেই নপুংসক
পারে নাতো করতে তবু্ও প্রতিবাদকে প্রতিহত
কবিতারা আবার জেগে ওঠে তূষাবৃত হৃদয় ভেঙ্গে ।
শব্দের সঙ্গমে জেগে ওঠে যে সেইতো তুমি, কবিতা
হৃদয়ের গভীরে তাই নিরন্তর আঁকি অন্তহীন ছবিটা।
ম্যারিলান্ড , ৯ই জুলাই ২০১৯
Copyright@ anis ahmed