রোজনামচা

রোজ রোজ লেখা খেরোখাতার পাতায় পাতায়
একই ধরণের শব্দ শোনো হয়ত বার বার
একই হিসেব কষে চলি জীবনের নিত্য ধারাপাতে
অংক কষি সযত্নে , জানি যেতে হবে পারাপার ।

এখনও এই সাঁঝের বেলায় কনে-দেখা সোনালি আলোয়
তোমায় দেখবো বলে বসে থাকি ঘাটে
কলসি কাঁখে আসো মাঝে মাঝে, অশ্রু ভ’রে নিয়ে যাও অনায়াসেই
শুকনো এ চোখ আমার হারায় ধূ ধূ মাঠে।

কলমের কালি ফুরিয়ে এলো বলে খাতা কি থাকে শুণ্য কখনো
ঈশ্বর হাসেন শুধু মুচকি হাসি
আমি অনর্গল লিখে চলি হৃদয়ের সব অর্গল খুলে রোজ রোজ
অর্ঘ্য কী দেয়া চলে ফুল হলে বাসি !

আমার কি আছে সাধ্য এতই যে শব্দের বুননে বুনবো তোমায়
অভিধানের পাতা শুধু চষে বেড়াই রোজ
বর্ণনায় বৈষম্য না হয় যেন সে নিয়েই সদাসতর্ক এ মন
চালায় সকাল সন্ধ্যায় শব্দের খোঁজ।

জীবনের রোজনামচা লিখে চলি এখনও শব্দে গাঁথা সে কবিতা
প্রাত্যহিক প্রার্থনায় কিংবা উপবাস উপাসনায় এখনও ধূসর ছবিটা ।

ম্যারিলান্ড , ১লা জুলাই ২০১৯
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *