এমনটি দেখিনি কখনো আমি
যে সুর ও বাণী ভর করেছে দেহ জুড়ে কারো
শুধু তোমায় দেখি বিস্ময়কর বৈভবে
ছন্দে ও তালে নিজেরই অজান্তে দৃষ্টি কাড়ো।
অপশক্তি অপসৃত যখন নন্দিত বন্দনায়
অস্থি-মজ্জায় তোমার জেগে ওঠে তখন তবলার বোল
ধ্বণিতে প্রতিধ্বণিতে প্রাণিত এই আমি
অকস্মাৎ খুঁজে পাই আমার বাংলা মায়ের শ্যামলা কোল ।
গামছায় বাঁধা হারমোনিয়ামে তোমার
মন চলে যায় চিরচেনা আমার নকসী কাঁথার মাঠে
কখনো থমকে দাঁড়াই কল্পলোকে
কখনো অল্প অল্প এগিয়ে যাই চিত্রা নদীর ঘাটে।
বুঝি নাতো এখনো আমি
কী কষ্টের ধ্বণি তোলো খোলের বোলে তবলার তালে
জানি শুধু এটুকু কষ্টরা তোমার
মুক্তি পায় তোমারই সুর-ছন্দে,চিরকালের বেদনা হারায় ক্ষণকালে।
ম্যারিলান্ড , ২৫শে জুন ২০১৯
Copyright@ anis ahmed
• মহিতোষ তালুকদার তাপসের জন্য