কখনও অরণি তার কবিতার ছন্দ হয়
কখনও বা অহেতুক সংশয়ে দ্বন্দ্ব হয়
তখনও ভালোবাসার কমে না দৈর্ঘ
গভীরতায় দিয়ে যায় পারস্পরিক অর্ঘ।
স্নিগ্ধ সন্ধ্যায় হলদে পাখি হয়ে আসে
ঘোরে বটবৃক্ষ-হৃদয়েরই আশে পাশে
পথের কোলাহল পেরিয়ে হৃদয়-রথে আসে
নিবিড় অনুভূতি নিয়ে নিত্যই বুঝি ভালোবাসে।
পাতাল রেলের শব্দেও অরণি প্রেমে পূর্ণ উন্মাতাল
অরিন্দমের প্রেম আজ তীব্র তেমন, যেমন ছিল কাল।
অরণির পাথুরে প্রকাশের আড়ালে জ্বলে এক স্ফুলিঙ্গ
সেই আগুন উন্মোচনের সুখে হৃদয়ে এখন পর্বত শৃঙ্গ ।
সুরের লহরী লুকোয় অরণি, বিদ্যা-বীণার আড়ালে
সুর-তরঙ্গ তোলে তখনই , অরিন্দম পাশে দাঁড়ালে
আবিস্কারের আনন্দে যখন অরিন্দম হয় একনিষ্ঠ
অরণির উষ্ণ নিঃশ্বাস তখন অরিন্দমের ঘনিষ্ঠ ।
অরিন্দমের হৃদয়ে অরণি অন্তরঙ্গ এক ঊষ্ণ প্রশ্বাস
সেখানেই থাকে বসন্ত -বর্ষায় ফুল ফোটাবার আশ্বাস
Copyright@ Anis Ahmed
May 26, 2019, Maryland