অকষ্মাৎ এক খন্ড মেঘলা আকাশে
এক চিলতে রোদ হয়ে এলে তুমি
তার পর আমার হৃদয়ের ভেজা উঠোনে
মুঠো মুঠো উষ্ণতা ছড়ালেই।
টুকরো টুকরো শব্দরা সব কোমল হয়ে
কন্ঠেই মেলায় তোমার ধীর লয়ে
আমি শুধু অঞ্জলি ভ’রে আনি কথকতাগুলো
অনুভবের আঙ্গিনায় তুমি হাত বাড়ালেই।
মেধার মশালে পোড়াওনিতো কখনও
অনুভূতির ভেজা পাপড়িগুলো
তাই বুঝি মূহুর্তের উষ্ণতা দিয়েই
অকস্মাৎ হৃদয় আমার ভরালেই।
ডাগর চোখের সাগরে দেখি চঞ্চলা এক হরিণী
সেখানেই পাই সেই এক প্রার্থিত প্রজ্ঞা
সংগোপনে রেখে দাও অগাধ ভালোবাসা
প্রেম থাকে পুঞ্জিভূত মেধার আড়ালেই।
তোমাকে দেখলেই নামে মুঠো মুঠো মিষ্টি বৃষ্টি
ভিজে যাই নিজে, ভেজাই তোমায়ও, হয়ে যাও অনন্য সৃষ্টি।
Copyright@ Anis Ahmed
May 22, 2019, Maryland