আকাশ দেখার ইচ্ছে আমার
মাটিতেই মিশে যায়
জানিনে কী অজানা লজ্জায়
আকাশ লুকোলো অন্তহীন মেঘের আড়ালেই।
আমার জানালা রেখেছি খোলা
কখনও আকাশ যদি দেয় দেখা
সেই এক গভীর আশায় আশায়
আকাশ পাবো নিমেষেই বুঝি হাতখানা বাড়ালেই।
তবে শুধু শুধু আকাশকে কেন খোঁজাখুঁজি
আকাশ যাত্রার সময় এলো বুঝি
যাত্রা-পথে তবে কেন আঁধার এতো
আকাশেই তো হাঁটবো কোন একদিন, জীবনটা হারালেই।
সেই কবে থেকে জানি আমি
আকাশেই থাকো তুমি অন্তর্যামি
মাঝে মাঝে মেঘ এসে আড়াল করে
কানে কানে কে যেন বলে, দেখবে আকাশ বন্ধ চোখে দাঁড়ালেই
Copyright@ Anis Ahmed
May , 2019, Maryland