তোমার চোখে সাঁতার কাটেনি
এমন সাঁতারু পাবে না জানি
কস্মিনকালেও খুঁজে তুমি
সাঁতার জানিনে আমি তবুও
বিশ্বাস করো, ডুবে গেছি
ঐ চোখের অতলান্তে
স্পর্শ করেছি সেই গভীরতর গহ্বর
লোকে যারে বলে হৃদয়।
তোমার রূপে বিগলিত নয়
এমন রূপকার পাবে না জানি
আমি শুধু আঁকতে পারিনা তোমায়
ঢাকতে পারিনা নিজের অনুভূতিও
তাই স্বপ্নের পটেই আঁকি প্রত্যহ
ঐ পটল-চেরা চোখের চাহনি
শব্দের রঙে সাজাই একান্ত মনে
আমার এ শূণ্য চিত্রপট ।
তোমার হাসিতে বাজেনি বাঁশি
এমন বংশিবাদক পাবে না তুমি
আমি কেবল তুলতে পারিনে সুর
রাধার হৃদয়ে তবু কী কৃষ্ণ নই
কখনও কী এসে দাঁড়াইনি আমি
ঐ খোলা জানালার ধার ঘেঁষে
প্রতিদ্বন্দ্বী বাঁশিওয়ালাদের ভিড়ে
হারাইনি কখনও, হারবো না জেনো।
অভিনন্দনের নন্দন কানন ভ’রেছে এখন ফুলে ফুলে
প্রশংসার পুস্পের আড়ালে র’য়ে যাই, তবু যেও না ভুলে।
Copyright@ Anis Ahmed
April 26, 2019, Maryland