বৃষ্টির অঙ্ক

এমন বিরতিবিহীন বৃষ্টি দেখিনি বহুদিন, বহুকাল

আকাশ ভাঙ্গা কান্নায় ভেজা বাতাস মাখিনি দেহে

সুখ-দুঃখের মিশ্র অনুভূতিতে আপ্লুত ছিলাম যেমন

তেমন অবিমিশ্র অনুভবে সিক্ত হইনি আগে কখনও।

প্রকৃতিকে  বড় বেশি দুঃখ-বিলাসী মনে হলো আজ

যেন কেঁদে বুক ভাসানোতেই সুখ থাকে অফুরন্ত

মেঘে ঢাকা আকাশ যেন অবমুক্ত না হয় এ ধূসরতায়

কষ্টের সেই অমরত্ব নষ্ট করতে প্রকৃতি আজ নিষ্ঠুর নারাজ।

কষ্ট ছিল চাপা, চুপি চুপি আমারও মনের এক গহীন প্রকোষ্ঠে

ছিলে না তুমি বলেই ভেজা হলো না অমন ঝুপ ঝুপ বৃষ্টিতে

নইলে বর্ষণমুখর মধ্যদিনেও সুখের সন্ধানে থাকি নিমজ্জিত

মনের শুকনো পাতারাতো সবুজে হয় সজীব জলের ওই স্পর্শে।

বৃষ্টিতে দুখ , বৃষ্টিতে সুখ এ এক জটিল অঙ্কের সহজ সমীকরণ

আমি খুঁজে পাই জীবনের স্বাদ, তুমি খোঁজো বার বার কেবল মরণ।

ম্যারিলান্ড ,   ২৩ শে  মে , ২০১৬
Copyright@ anis ahmed

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *