অবিনশ্বর ঈশ্বরকে করে যারা নশ্বর*

[শ্রীলংকা ও নিউজিল্যান্ডের ঘটনায় মর্মাহত এ মন]

হা ইশ্বর, কে তোমায় বিভাজিত করে প্রতিদিন
এবং আমাকে নিয়ে যায় বিভ্রান্তির এক বাঁকা পথে !
আমি তো জানতাম বেদে-বাইবেলে, কোরানে-পুরাণে
ভিন্ন ভিন্ন নামেই হউক না কেন,তুমি এক অভিন্ন সত্বা।
আল্লাহ -খোদা-ঈশ্বর-ভগবান এতো ভিন্ন নয় আমার অনুভূতিতে
অথচ বিশুদ্ধতার নামে বিভ্রান্তি ছড়ায় আজকাল লোকজন এমনই
যে ঈশ্বর ও ভগবানতো দূরেই থাকুন, আল্লাহ খোদাতেও জানি
বিবাদ বাঁধায় মোল্লাদের আহ্লাদি আবেদন, আরবী-ফারসির দোটানায়
খন্ডিত হন আল্লাহ ও খোদা উভয়ই যাঁরা অখন্ডই জানি মনে আমার।
হায় চোখের পলকেই খোদা হাফিজ প্রান্তিক প্রার্থনাই এখন কেবল।

আর ঈশ্বর,ভগবান কিংবা রাবীন্দ্রিক জীবন-দেবতা এঁরাও তো ভিন্ন নন
আমার চেতনার চত্বরে তাঁরা বাজেন রূপের মাঝে অরূপ বীণা
সেই অনুরক্ত চিত্ত আজ রক্তপাতে খন্ড বিখন্ড হয়ে যায়
দেখি বেদে-বাইবেলে , কোরানে পুরাণে ছন্দ-কাটা দ্বন্দ্ব লাগায় লোকে।
মসজিদে-গির্জায় মানুষের গড়াগড়ি, ইশ্বরের অবিনশ্বরতা হয় প্রশ্নসাপেক্ষ
অথচ কে না জানেন ঈশ্বর এক অবিনশ্বর সত্বা অনাদিকাল থেকে
ঈশ্বরে বিশ্বাস নেই যাঁদের , তাঁরাও মানেন এক অভিন্ন শক্তিকে
কখনও স্থবির সে,কখনও গতিশীল,বিদ্যূতে কখনও, কখনও বাতাসে
অথচ ঈশ্বর মানার অজুহাতে, ঈশ্বর-ভক্তরা মানুষ মারছে দিবানিশি
ভক্তিরা সব বাষ্প হয়ে উড়ে যায়,শক্তিরাই লাঠি ঘোরায় অযথা অজুহাতে।

এবার জেগে ওঠো তুমি ঈশ্বর আবার লালনের গানে গানে
রূমির মতোই ভক্তি ও ভালোবাসা জাগাও দেখি প্রাণে প্রাণে।
অভিন্ন এক ছন্দে বাজুক আজ মহামিলনের অপূর্ব সংগীত
বুঝে নিক মূঢ়রা আবার ঈশ্বর-ভগবান -খোদার অভিন্ন সেই ইঙ্গিত।

Copyright@ Anis Ahmed
April 22, 2019, Maryland

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *