আর কবিতা লিখতে ইচ্ছে হয় না আমার
ছন্দ-পতন ঘটে রোজ রোজ
পথ চলতে হঠাৎ হঠাৎ হোঁচট খাই
স্নিগ্ধ এক মসৃণতার করি খোঁজ ।
আর কবিতা লিখতে ইচ্ছে হয় না আমার
শব্দরা ক্রমশই মলিন হয় নৈঃশব্দের আড়ালেই
লিখতে গিয়ে থমকে দাঁড়ায় মন
শান্তি কি পাবে মন শুধু এ দুহাত বাড়ালেই।
আর কবিতা লিখতে ইচ্ছে হয় না আমার
অক্ষরেরা জ্বলে না এখন নক্ষত্রের মতো
গুমোট অন্ধকারে বসে থাকি আজকাল
কষ্টরা করে অশ্রুপাত অবিরত।
আর কবিতা লিখতে ইচ্ছে হয় না আমার
সুরেরা নিহত অসুরের অস্ত্রাঘাতে
ধর্ষকেরা এখন দর্শক সেজে বায়োস্কোপ দেখে হরদম
দিনের আলো নিভে যায় গভীর গহীন রাতে।
আর কবিতা লিখতে ইচ্ছে করে না আমার
ধর্মের ধ্বজায় দেখি রক্তের দাগ
যতই বলি ভালোবাসার কথা বার বার
ভোরেই হারায় সেই ভৈরবী রাগ।
এখন অতএব দোয়াতে ডোবানো কলমের কালি শুকোয়
নিশ্চুপ হয়ে রয়ে যাবো যদি না অসুরেরা সব লুকোয়।
Copyright@ Anis Ahmed
April 18, 2019, Maryland