বিক্ষুব্ধ বিবেক

চিত্তপটের চিত্রকলায় এমন রক্তপাত
আর কতদিন সইবো আমি এমন অভিঘাত
ধর্ম শিক্ষার বর্ম নিয়ে মোল্লারা সব দাঁড়িয়ে
নিত্য বলে নীতি-কথা হস্তযুগল নাড়িয়ে ।

নৈতিকতার পাল্টে সংজ্ঞা তারাই আবার হয় দানব
প্রতিদিনই প্রতারণায় বলতে থাকে জয় মানব।
ধর্ম এবং অধর্মের সমীকরণ করছে সাধন
গোটা সমাজ আজকে দেখো তাদের কাছে পড়ছে বাঁধন।

বোরখা ঢাকা অবয়বে যত্র-তত্র ত্রাসের রাজ্য
হত্যাযজ্ঞে মাতছে তারা লেবাসটাতো কেবল বাহ্য
মসজিদ কিংবা মাদ্রাসায় , গির্জা এবং মন্দিরে
মোল্লা-পুরুত , ধর্ম-পিতার একী অভিসন্ধিরে ।

হচ্ছে মাথা নত আমার ক্ষোভে এবং লজ্জাতে
নীতির সাথে করছে আপোষ দূর্নীতি আর বজ্জাতে।
এবার তবে সমাজটাকে প্রতিবাদে মুখর করো
ধর্ম নামের অধর্মের মুখোশখানি তুলে ধরো।

কষ্ট-ক্ষোভের দহন জ্বালায় চলে গেল নুসরাত
প্রতিবাদের মশালে আজ ঘুঁচিয়ে ফেলো আঁধার রাত।

Copyright@ Anis Ahmed
April 9, 2019, Maryland

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *