কথা ছিল আজ হবে দেখা
চেরি ফুলের সঙ্গে
স্নিগ্ধ এক বিকেলে পটোম্যাকের
পুষ্পিত অঙ্গে।
হাজারো মানুষের কোলাহলে
ঠিক পাবো তাকে খুঁজে
যদি নাই-ই বা পাই খুব কাছে
অনুভবে থাকবো চোখ বুঁজে।
তবু বাসন্তী এই প্রহরে হয়নি যাওয়া
চিরচেনা সেই চেরির কাছে
হৃদয়ের রক্তে কেবল মিশেছে চোখের জল
তৃপ্ত তাতেই, ভালোবাসা বেঁচে আছে।
চেরির চিত্তে নিত্য বাজে অভিমানের গান
হৃদয়ে আমার থোকা থোকা কষ্ট
চিত্তের চেরি ঝরবে না কোন দিন জানি
হবে না কখনো স্নিগ্ধা সত্বা বিনষ্ট।
Copyright@ Anis Ahmed
April 6, 2019, Maryland