শব্দে স্নিগ্ধতা, নিঃশব্দেওতো

কোন কোন শব্দ আছে
বানানে জটিল যতটা,
ততটাই সরল তার অর্থে।
কেউ বোঝেনা তা গভীর কতটা।

কোন কোন বিশেষণ আছে
বোঝে না লোকে সহজে
তবু সমীকরণ হয় কেবল তোমারই সাথে
শব্দ তখন নিঃশব্দে তোমায় বোঝে ।

শব্দতো কেবল বন্দি থাকে না
অভিধানের অক্ষরের কক্ষে
কখনো-কখনো , কোন কোন শব্দ
প্লাবন জাগায় আমার বক্ষে

প্রাণের পেলবতায় ঢেউ খেলে যায়
হৃদয়ের অন্তঃপুরে বাজায় বাঁশি
শব্দ হয়ে যায় মসৃণ এক অনুভূতি
কিংবা স্মিত এক মিষ্টি হাসি ।

জাদুকরি সেই শব্দ স্নিগ্ধা মিশে গেছে তোমার সত্বার সাথে
নামের সঙ্গে অস্তিত্বের সমীকরণ চিরন্তন, দিনে কিংবা রাতে।

Copyright@ Anis Ahmed
April 5, 2019, Maryland

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *