প্রাণে নয় , দেহেই শুধু ছোঁয়ালে
হায় কী এক আগুনের পরশমণি
যে ছাই হয়ে গেল স্বপ্নরা সব
এখন দেখি কেবল স্বপ্নদের শব ।
যান্ত্রিক সিঁড়ি বেয়ে যে স্বপ্নরা উঠেছিল
একদা জীবন অথবা জীবিকার সাফল্যের সন্ধানে
দুঃস্বপ্নের ধুম্রজালে আবদ্ধ স্বপনরা অকস্মাৎ
ভূপতিত হয় কংক্রিটের বিছানায়।
ভেঙ্গে যায় ঘুম , ভাঙে জেগে থাকার সুখও
স্বপ্নরা এখন রক্তাক্ত এবং প্রাণহীন ।
তাদের নিয়ে চলে টক.শো , অনর্গল তর্ক বিতর্ক
তারা হয়ে গেল রাতের তারা , দিনের আকাশে অর্ক।
Copyright@ Anis Ahmed
March 31, 2019, Maryland