উড়ন্ত আঁচলের তলে
সযত্নে রেখে দাও যখন দূরন্ত বাংলাদেশ
জানি আমি নিশ্চিত
অন্তরে থাকে স্বদেশ তোমার, বাইরে কেবল বিদেশ ।
এক চিলতে উঠোন
ঐ হৃদয়ের কাছাকাছি উঠে আসে স্মৃতির আয়না থেকে
মাতৃভূমি লুকিয়ে রাখো
অস্থির অন্তরের শিল্পিত কারুকাজে যত্ন নিয়েই ঢেকে।
সেখানেই থাকে মানে অভিমানে
মানচিত্র মাতৃভূমির, মানুষ হয়েছিলে যার প্রশস্ত বুকে
তাইতো দেখি আনন্দ অনাবিল
দুঃখরা সব পরাস্ত হয় অস্তগামি সূর্যের মতো, তুমি থাকো সুখে ।
লাল-সবুজের সমারোহে
রঙিন হয়ে ওঠে মনের ধূসরতা যত, হৃদয়ে ওড়ে পতাকা ফেলে আসা
জানি খুঁজে পাও তুমি
হারানো স্বদেশ ভূমি, উচ্ছাসে উল্লাসে প্লাবিত হয় সেই অকৃত্রিম ভালবাসা।
এখনতো বুঝিনা আমি কোনটা তুমি, আর কোনটা বাংলাদেশ
অভিন্ন এ সত্বা তোমাতে স্বদেশে, বাহ বেশ, বেশ, বেশ ।
Copyright@ Anis Ahmed
March 29, 2019, Maryland