বড় ইচ্ছে ছিল আজ মস্ত বড় এক কবিতা লিখবো
হই না যতই অকবি আমি , কবিতা দিবস বলেইতো কথা
উপমা-উৎপ্রেক্ষায় ভরাবো খাতার পাতা
দোয়াতে ভেজানো কালি কেবল গড়িয়েই পড়ে
সাদা পাতার শব্দগুলো কবিতা হয় না আর।
ঝর্ণা কলম থেকে কী-বোর্ড অব্দি চলতেই থাকে
লেখার অন্তহীন প্রয়াস, লেখা হয়ে ওঠে না কবিতা আর
সকাল থেকে সন্ধে অবধি স্থবির থেকে যাই আমি অকবি।
কবিতা কি কেবল নির্মিত শব্দের আদলেই খুঁজবো আজ
কবিতা কি কেবল ছন্দ এবং মাত্রার পরিমাপে কষ্টকল্পিত কাজ
কবিতা কি শুধু উপমা-উৎপ্রেক্ষার উষ্ণতায় পাবে স্থান
কবিতা কি কেবল কল্পনায় আলতো এক আল্পনার অবদান
আমিতো কবিতার সন্ধান পাই পূঞ্জিভূত মেঘের আড়ালে
আমিতো কবিতার ছবিটা পাই সোনালি রোদে হাত বাড়ালে
আমিতো কবিতা পেয়ে যাই বুড়ো বটবৃক্ষের ছায়ায় ছায়ায়
আমিতো কবিতা পেয়ে যাই তোমার পটল-চেরা চোখের মায়ায়।
তাহ’লে কবিতা , বলো কে তোমায় করলো বন্দি ?
দিবসের আয়তনে তোমাকে মাপবার এ কোন ফন্দি!
জানি, তুমি তো আছো অনাদি থেকে অনন্ত অবধি
মরুভূমির মরীচিকা কখনও, কখনও বহতা নদী।
Copyright@ Anis Ahmed
March 18, 2019, Maryland