পথ-চাওয়া

মেঘলা আকাশের মতোই এক চিলতে
মন নিয়ে থেকে যাই , একাকী আমি
নাহ . বৃষ্টি ঝরার নাম গন্ধ নেই একটুকুও
শুধু গুমোট আকাশের উঠোনে গুমরে মরি
একা একাই ভাবি বাস্প হয়ে কী উড়ে গেল
একদা তোমার নিবেদিত অনুভূতিরা সব
নাকি ঐ মেঘের আড়ালেই , হাত বাড়ালেই পাবো তোমায়
বায়বীয় ভালোবাসা কল্পনার ফানুস প্রত্যহই আজকাল উড়ায়।

রেলগাড়ির শব্দ শুনে মনে হয় এই বুঝি এলে তুমি
জানালা দিয়ে দেখি প্ল্যাটফর্মে জনতার মিছিল
দেখি না তাকে , চেয়েছি যাকে নির্জনতার একান্ত আবেশে
তা হ’লে কী স্টেশন পাল্টালো সে , যাবে কী অন্য কোথাও
হয়ত অন্যত্র কোথাও , অন্য কেউ প্রতীক্ষায় আছে আমার মতোই
কল্পনার আল্পনা এঁকে চলেছে নিত্যই তোমার আসার পথে
বুঝলাম আমার স্বপ্ন গেছে চুরি হয়ে , দুঃস্বপ্নের আড়ালে আজ ।
এখন আর মেঘ থেকে নামবে না কোন বৃষ্টি পড়বে শুধু বাজ

এখন কেবল একাকী গেয়ে যাই, রবি-ঠাকুরের সেই গান
“আমার এই পথ চাওয়াতেই আনন্দ”
রৌদ্র -ছায়ায় , বর্ষায় বসন্তে , ঋতুবদলের বাদ্য বাজে
গান পায় ন ক’ খুঁজে অন্তর মিলের ছন্দ

Copyright@ Anis Ahmed
March 18, 2019, Maryland

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *