দ্বিখন্ডিত এই আমি ‘র
বেদনা বহন করে চলি আজন্ম
নিরেট আংকিক হিসেবে আঁকি
যোগ-বিয়োগের সরল অংক কখনও।
দ্রুত সমাধান করি জীবনের সমীকরণ
যৌক্তিক পাল্লায় মেপে চলি নিজেকে উদয়াস্ত।
হিসেবের খাতা উপচে পড়ে বার বার
সংখ্যার আধিক্যে ভ’রে ওঠে প্রাত্যহিক জীবন
ততক্ষণে মনের তানপুরাটায় ঘূণ ধরে যায় অবহেলায়
আমি যেন এক বোধির পাখির মতোই গেয়ে যাই গান
অনুচ্চারিত ধ্বণিরা আমার কন্ঠেই থেকে যায় আবদ্ধ।
উচ্চারণে থাকে জগতের প্রাত্যহিক হিসেবে-নিকেশ
আর আমার অন্য সেই জনা, অপর এক খন্ড
সেতো বোঝে না জগতের কোন হিসেব
বড্ড বেহিসেবির মতো গেয়ে যায় গান
যখন তখন তানপুরায় সাধে ভালোবাসার সুর
সেখানে অসুরেরা পলাতক সবাই, দুঃস্বপ্নরা নিহত
স্বপ্নরা উচ্ছসিত বরাবর রঙিন গালিচায় গায় গান।
সেখানে আমি বিহঙ্গের মতো উড়ে বেড়াই
বর্ষার জলে ভিজি, বসন্ত বাতাসে নিঃশ্বাস নিই
সেখানে আমি জীবিত এবং জীবন্ত থাকি সকাল সন্ধ্যা
শিল্পির মতো এঁকে চলি মনের মোনালিসাকে
ডুব সাঁতারে ডাগর চোখের সাগরে পেতে চাই প্রশ্রয়
কবির অনুকরণে লিখে যাই মুক্ত হৃদয়ে সংযুক্ত অনুভব।
এই যে দ্বিখন্ডিত থেকে যাই আজন্ম সেতো তুমি বোঝো
তোমারই মাঝে বসবাস আমার,তবে মিছে কেন বাইরে খোঁজো
Copyright@ Anis Ahmed ,
March 14,2019 Maryland