অনুশব্দের অন্তর অনুসন্ধান

শব্দগুলো এখন একেকটি বিচ্ছিন্ন দ্বীপ

এতটাই একাকী যে খুঁজে নিতে হয়

সাদা ক্যানভাসের বিশাল অবয়ব থেকে;

শব্দগুলো  রূপান্তরিত হয় অনুস্বরে অনুক্ষণ

হাহাকার শুনি বিচ্ছেদের, বিসর্গের বিলাপে

যতিচিহ্নে যন্ত্রনায় অস্থির হয়ে যাই ক্ষণিক আলাপে।

ঘর্মাক্ত শ্রমিক মন আমার খণি খুঁড়ে পায় হিরণ্য শব্দ,

অরণ্য অন্তর হয় তখন পুষ্পবান পুর্নাঙ্গ পুরুষ

দৈর্ঘ্য –প্রস্থ পরিমাপে শশব্যস্ত হওয়া জানি নিরর্থক

তাই অনুশব্দের অন্তরে খুঁজি গোপন গভীর গুঢ় রহস্য।

অক্ষরের ভাঁজে ভাঁজে নিরন্তর চলে অন্তর অনুসন্ধান

অনুবীক্ষণে দেখা অনুজীবের মতোই খুঁজে পাই প্রাণ ।

শব্দরা কবে বিস্তৃত হয়ে , বাক্য হয়ে উঠবে জানিনে

অস্ফুট ধ্বনি পুষ্পিত হবে না , সেও তো আমি মানিনে।

ম্যারিলান্ড ,   ২২ শে  মে , ২০১৬
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *