তোমারই সন্ধানে কতটা পথ হেঁটেছি
তার অঙ্ক না হয়, নাই-ই বা মেলালাম আজ
তবু এমন করে ঠকালে কেন বলো আমায়
সর্বত্রই বিরাজ করো তুমি, এতো তোমারই কথা।
বলো তবে পাইনা কেন খুঁজে কোথাও এখনও
মূর্তমান নও বলে কী বিমূর্ত হয়েও আসবেনা কখনও।
কেন অযথা মন্দিরে মসজিদে অহরহ খুঁজি তোমায়
কেন গির্জায়, প্যাগোডায় নিয়ত সন্ধান তোমার
কেন আচারে আচরণে আবদ্ধ করে রাখো আমায়
কেন পাপ-পূণ্যের পাল্লায় মাপো সম্পর্ক আমার
কেন স্বর্গের লোভে , নরকের ভয়ে তটস্থ থাকি উদায়স্ত
কেন মক্কা-মদিনায়, কাশিতে গয়ায়,ভ্যাটিকানেই থাকো শুধু।
রূমি কিংবা রবীন্দ্রনাথের মতো প্রেমের সবটুকু সুধা
করালে না কেন পান, কেন তবে রয়ে গেলাম সম্পদ হয়েই শুধু
তোমার সত্বায় এলাম না কেন প্রেমাস্পদ হয়ে সেদিন
রূমির মতো তোমার সুরিখানায় কেন করালে না মদ্যপান
যে বেহুঁশ হয়ে পড়ে থাকতাম চিরকাল সেই পানশালায়
যেখানে ঘৃণারা সব পলাতক, বলে যাবো শুধু জয়তু ভালোবাসা।
এবার তবে তোমার প্রেমের সুধায় নিমজ্জিত করো এ সত্তা আমার
তোমাতে আমাতে ঘুঁচে যাক তফাৎ, খুঁজে পাই আমি তোমাকে আবার।
Copyright@ Anis Ahmed
March 4, 2019, Maryland