।।১।।
জ্যামিতির ক্লাসে হঠাৎ করেই
সেদিন তর্ক হচ্ছিল, ভালোবাসা নিয়ে
ভালোবাসার আয়তন মাপতে গিয়ে
তুমি বললে এক কথা
আমি বলেছিলাম অন্য কথা,
হায় সমীকরণ মিললো না কারোরই ।
বড় আঁটশাঁট বেঁধে আটপৌরে ধরণের
ভালোবাসার পরিমাপ তোমার কাছে
পুষ্প বিনিময়ের বিন্দু থেকে
বড়জোর ওষ্ঠ ছোঁয়া অবধি প্রসারিত।
আর এ সবের জন্য বেছে নও তুমি
রমনার লেক অথবা ইদানিং রবীন্দ্র সরোবর।
চিনে বাদাম চিবোতে চিবোতে মাপতে থাকো
গভীরতা আমার তবু বোঝো না আদৌ ,
তোমার ভালোবাসার মাপকাঠি ধূপকাঠির চেয়েও দূর্বল
নিভে যায় যখন তখন দেবী বন্দনার মাঝপথে,
চোখের চাঞ্চল্য আর মনের অঞ্চলে থাকে না বাঁধা
সে আগুন হয় না জ্বালা আর
ভিন্ন জ্বালাতনে পোড়ে এ মন
যে স্থূল হিসেবে মাপো তুমি প্রেমকে বরাবর
সেখানে নায়িকা হ্ও তুমি একক
আমি থেকে যাই হয়ে খলনায়ক।
।।২।।
ভালোবাসার আয়তন মাপি আমিও
ভিন্ন এক হিসেবে মেলাই প্রেমের প্রাঙ্গণে
নাট্য মঞ্চের মাপে নয় আদৌ, নন্দতত্বের হিসেবে
প্রেম আমার প্রসারিত পরিমাপের গহীন অন্দরে
তোমার নাওতো কখনোই ভেড়াওনি ঐ বন্দরে।
নইলে দেখতে কাছি পায় না খুঁজে জলের ও তল
গভীরতা মাপতে গিয়ে দেখে , ভালোবাসা অতল।
চোখের গভীরে সাঁতার কাটে অদৃশ্য আমার ভালোবাসা
তুমি খুঁজে নিতে চা্ও কেবল মূর্ত কিছু চিত্রকল্প
বিমূর্ত ভালোবাসা আমার, তোমাকে অনুভব করেই
বাড়তে থাকে পরিমাপে . পরাস্ত সেখানে প্রেমের জ্যামিতি
তুমি হয়ে থাকো আমার আকাশের নীলিমা
অথবা এমনই গাঢ় মেঘ যার বৃষ্টি ভেজায় আমাকে রোজ
ভালোবাসার পেলব পরশে ।
রোদ-বৃষ্টিতে হৃদয় আমার লুকোয় না সহসা সরোবরে
তোমকে তাই পেয়ে যাই আমি নীলাভ কোন সাগরে ।
তুমি হয়ত খোঁজো আমায় কোলাহলের হলাহলে
আমি তো বলে যাই অনর্গল কথা তোমার কানে কানে।
ধ্বণিরা কি আসে না ফিরে প্রতিধ্বণি হয়ে তোমার কাছে
কেবল উচ্চারিত শব্দদের চেন, চেননা বুঝি অনুচ্চারিত অনুভবকে
হায় বুঝলে না আজ্ও তুমি ভালোবাসার এ সুক্ষ জ্যামিতি
যেখানে অন্তর্গত অনুভূতি গভীর অতি, বাহ্যত কেবল পরিমিতি।
Copyright@ Anis Ahmed
March 3, 2019, Maryland