মেহেদির রংকে তুমি বলো প্রসাধনীই কেবল
রঙিন নকশার নান্দনিক রূপে ভ’রে ওঠে
তোমার হাতের অনেকখানি অংশ
আমি বলি এতো কল্পনার আল্পনাই আঁকা
শৈশবে যা ছিল রং’এর খেলাই শুধু
কৈশোর পেরিয়ে যৌবনে তা হলো কল্পনারই চিত্রকল্প
উষ্ণ আনন্দের উৎস ভেবে মেহেদি তোমায় রাঙিয়েছে যতবার
ততোধিক বার মেহেদিকে রাঙিয়েছো তুমি স্বপ্নের রঙে।
অকস্মাৎ স্বপ্ন যখন টুকরো টুকরো হলো,
কাঁচ ভাঙা বাস্তবতায় মেহেদির রংও হয়ে গেল ফিকে,
কৃত্রিম সম্পর্কে হারালো সব সত্য অবহেলায় , অবজ্ঞায়, অবশেষে
প্রেমের পাশব রূপে হতবাক ও অতিষ্ঠ তখন তুমি
বাস্তবতার নিরেট বাটখারায় যখন মাপজোখ চলে সর্বত্র
বিত্তের বৈভবে চিত্ত যখন অবহেলিত, ফ্যাকাশে মেহেদি উধাও তখন
পাশব প্রহারের চিহ্ন থাকে আহত তোমারে ওই মনে
তাই বুঝি নিশ্চিহ্ন হয়ে যায় প্রথম প্রহরে দেখা এক চিলতে স্বপ্ন ।
আজ আবার যখন দেখি মেহেদি দিয়েছে রাঙিয়ে তোমার হাতখানি
বুঝেছি এবার বুঝি অন্য কোন ভালোবাসা দিল বুঝি তোমায় হাতছানি
প্রার্থনা করি প্রেমের প্রভাবে মেহেদির ও রং হোক গভীর ও প্রগাঢ়
স্বপ্ন ও সত্যের হোক সমীকরণ, ভালোবাসে সে তোমায় রোজ আরো
Copyright@ Anis Ahmed
March 1, 2019, Maryland