সম্পর্ক

তোমার মেঘলা মনের বৃষ্টিতে যখন ভেজালে মন আমার
সেই থেকে বিষন্নতায় আচ্ছন্ন থেকে গেছি আজ অবধি
যখনই কষ্টের কলস উপুড় করো আমার হৃদয়ের আঙিনায়
মনে হয় মুক্ত করাতে তোমায় ভেঙ্গে ফেলি সেই প্রাচীন প্রাচীর
যার আড়ালে থাকো তুমি নিভৃত চারিনি হরিণীর মতোই
বন্য প্রাণীর জঘন্য থাবা থেকে মুক্তি পেতে থেকে যাও মায়াবনের ছায়ায়।

সেই বটবৃক্ষের ছায়ায় আশ্রয় পা্ও তুমি, প্রশ্রয়ও পেয়ে থাকো বরাবর
সে দিনের দেখা স্বপ্নরা এখন কাঁচের টুকরো হয়ে পড়ে আছে অবহেলায়
জোড়া যে লাগবে না তাতে কোনদিন , সেতো তুমি জানো , জানি আমিও
তবুতো জানো তুমি স্বপ্নরা বার বার ফিরে আসে কোকিলের ডাকে
হিমেল হা্ওয়া থামলেই তো আসে দক্ষিণের বারান্দায় বসন্ত বাতাস।
কখনও সখনও মনের গভীরে পা্বে না কি তার আপন আভাস !

সম্পর্কের দেয়াল ডিঙ্গানোর দুঃসাহস করো না ক ‘ তুমি , করি নাতো আমিও
সম্পর্কই হয় সম্পর্কের প্রতিপক্ষ সেই পরিহাসের কথা জানেন কেবল অন্তর্যামি

Copyright@ Anis Ahmed
February 24, 2019, Maryland

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *